৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে

    সারাদেশেশুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার সকাল  ১১টায় শুরু হয়  পরীক্ষা । চলবে দুপুর ১টা পর্যন্ত।

    এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় পরীক্ষা হচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা এবং  ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেয়া  হবে।

    পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে  পরীক্ষার্থীরা। কেউ পৌঁছাতে দেরি করলে কেন্দ্রের গেটের সামনে রেজিস্টার খাতায় এর কারণ ও পরিচয় লিখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

    এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। সারাদেশে পরীক্ষা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হচ্ছে । এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

    ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ২ ঘণ্টা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে । এবছর  ঐচ্ছিক তিনটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই তিন বিষয়গুলো  ক্লাস শিক্ষকরা  নম্বর নির্ধারণ করে দেবেন।

    মাহফুজা ১৫-৯

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর