১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে -পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবেএবারের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বুধবার  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯ সেপ্টেম্বর  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হবে।  এ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছাবে আগামী ২০ সেপ্টেম্বর । প্রধানমন্ত্রী নিউইয়র্ক  যাবার আগে ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফর করবেন। ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

    ‘বর্তমানে বিশ্ব করোনা মহামারিসহ  বহুমাত্রিক সংকটময় পরিস্থিতি পার করছে। বহুমাত্রিক সংকট মোকাবেলায় কার্যকর সমাধান খুঁজে বের করতে এ বছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হিসেবে ‘ওয়াটার সেট মুভমেন্ট ট্রান্সফরমাটিভ সলিউশন টু ইন্টারলগিং চ্যালেঞ্জেস’ এর ওপরই দৃষ্টি দেয়া হয়েছে।

    এবারের জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে করোনা মারামারি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ এবং নির্ভরযোগ্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়সমূহ আলোচনা প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    মাহফুজা ১৪-৯

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর