১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    চার রোহিঙ্গা নাগরিককে সুবর্ণচর উপজেলা থেকে আটক করেছে পুলিশ

    চার রোহিঙ্গা নাগরিককে সুবর্ণচর উপজেলা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২ সেপ্টম্বর  উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম ও চরজুবলী ইউনিয়ন থেকে আটক করা হয়  তাদের।

    আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ শিবিরের ৮০ নম্বর ক্লাস্টারের গুলবাহার (৫০), .খায়রুল (২৪),  ফারুক (২৬) ও তুষার (৩০)।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, ‘সকালে চারজন রোহিঙ্গা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালালরা কৌশলে তাদের সুবর্ণচর উপজেলায় নামিয়ে দিয়ে চলে যায়। সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের বাসিন্দারা  বাজার এলাকায় তিন জনকে সন্দেহাতীত ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে । স্থানীয়রা  আটককৃতদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করে।’

    অপর এক রোহিঙ্গা নাগরিক উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করা হয়।

    কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটককৃতদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান দেবপ্রিয় দাশ।

    মাহফুজা ২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর