১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জ এর রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত একজন

    নারায়ণগঞ্জ এর  রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা গেছেন একজন। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান দলটির নেতারা। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক।

    নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, সকালে অনুমতি ছাড়া বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করেন।  এ সময় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোঁড়ে। এ সময়ে গুলিবিদ্ধ হয় যুবদল কর্মী শাওন।  পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    যুবদলকর্মী শাওন নিহতের বিষয়ে পুলিশ সুপার বলেন, এ বিষয়ে তারা এখনো নিশ্চিত হননি। তবে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    বৃহস্পতিবার সকালে  শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় তাদের । পরে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে।

    জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, শাওন ফতুল্লা থানা যুবদলের সদস্য এবং গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

    শাওন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত সাহেব আলীর ছেলে।

    মাহফুজা ১-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর