১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংসের চেষ্টায় লিপ্ত রয়েছে স্বাধীনতাবিরোধীরা – কামাল আহমেদ মজুমদার

    শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বললেন স্বাধীনতাবিরোধীরা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে ।

    শনিবার ২৭ আগস্ট দুপুরে  মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক সভায় এ কথা জানান তিনি।

    শিল্প প্রতিমন্ত্রী বলেন, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে নিয়মকানুন মেনে শিক্ষা কার্যক্রম চলছে। এসএসসি ও এইচএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে । কিন্তু একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এর বিরুদ্ধে নানা অপপ্রচারসহ শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংসের চেষ্ঠায় আছে।

    মনিপুর স্কুলের শিক্ষার্থীদের জন্য ল্যাব, আইটি সেন্টার, মেডিকেল সেন্টার, এমবিবিএস ডাক্তার, নার্স, গ্রন্থাগার, মুক্তিযুদ্ধ গ্রন্থাগার, ক্যান্টিনসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

    শিল্প প্রতিমন্ত্রী বলেন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শুরু থেকেই আইনকানুন মেনে  পরিচালিত হয়ে আসছে ।প্রতিষ্ঠানটির সব আয় দৈনন্দিন কার্যদিবসে ব্যাংকে জমা হয় এবং  বিধি মোতাবেক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রয়োজনীয় অন্যান্য ব্যয় নির্বাহ হয় বলে জানান তিনি।

    মাহফুজা ২৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর