ডিবি পুলিশ ময়মনসিংহে ২২ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় জব্দ করা হয় ২৬ গ্রাম হেরোইন ও তিনটি দেশিয় অস্ত্র। গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৩), . আমির আলী (৩০), পারভেজ মিয়া (২২), খায়রুল ইসলাম (৩৫), সাইদুল ইসলাম (২৮)।
শুক্রবার ২৬ আগস্ট বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য । বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের তিনটি টিম জেলার সদর, গৌরীপুর ও নান্দাইলে অভিযান চালায়। এসময় ২২ কেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও তিনটি দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মাহফুজা ২৭