২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ময়মনসিংহে ২২ কেজি গাঁজাসহ পাঁচ জন গ্রেফতার

    ডিবি পুলিশ ময়মনসিংহে ২২ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় জব্দ করা হয় ২৬ গ্রাম হেরোইন ও তিনটি দেশিয় অস্ত্র।  গ্রেফতারকৃতরা  হলেন- জাহাঙ্গীর আলম (৪৩), . আমির আলী (৩০),  পারভেজ মিয়া (২২),  খায়রুল ইসলাম (৩৫), সাইদুল ইসলাম (২৮)।

    শুক্রবার ২৬ আগস্ট বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য । বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়  তাদের।

    জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের তিনটি টিম জেলার সদর, গৌরীপুর ও নান্দাইলে অভিযান চালায়। এসময় ২২ কেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও তিনটি দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

    মাহফুজা ২৭

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর