১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার অবস্থা সংকটাপন্ন

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে রয়েছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে।  তার অবস্থা সংকটাপন্ন।

    মঙ্গলবার ২৩ আগস্ট সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ  তথ্যটি জানান। তিনি সেব্রিনা ফ্লোরার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

    মহাপরিচালক বলেন, তার মতো একজন সহকর্মী আছেন বলেই আমরা অনেক কাজের সফলতা আনতে পেরেছি। বর্তমানে তিনি দেশের বাইরের একটি হাসপাতালে আছেন।  আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং  তিনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গেল  চার দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয় । বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে এবং  পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

    এর আগে মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

    করোনা  শুরর পর  প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা। সেসময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের -আইইডিসিআর পরিচালক ছিলেন।

    মাহফুজা ২৩

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর