১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে তা নির্ধারণ করে দিয়েছে ডিএসসিসি

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন -ডিএসসিসি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দিয়েছে।  একেক ধরনের প্রতিষ্ঠানের জন্য একেক রকম সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ তালিকা কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ।

    ডিএসসিসির দেওয়া তালিকা অনুযায়ী, সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজর, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রাত ১০টার মধ্যে খাবারের দোকান বা রেস্তোরাঁর রান্নাঘর বন্ধ করতে হবে এবং খাবার সরবরাহ চলবে রাত ১১টা পর্যন্ত।

    রাত ১১টার মধ্যে সিনেমা হলসহ চিত্তবিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা বন্ধ হবে।  সাধারণ ওষুধের দোকান বন্ধ করতে হবে রাত ১২টার মধ্যে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে ।

    ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত দাম বাড়ার পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নেয়া হয়েছে এসব সিদ্ধান্ত ।

    সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গেল  ১৬ জুন থেকে রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয় ।

    মাহফুজা ২২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর