৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

    জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৮ আগস্ট মুন্সীগঞ্জ সদর উপজেলা কাঠালতলা এলাকায় ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল মাদবরের ব্যবস্থাপনায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হাজী জালালউদ্দীন রুমি রাজনের পরিচালনায় এক মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

    উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার জনপ্রিয় ও জননন্দিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামান আনিস। মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মেম্বার, জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রাজিবসহ  আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।

    ১৫ আগস্ট কথা স্মরণ করে উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামান আনিস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে দেশ ও জনগনের সেবা করে যেতে হবে,তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

    উপস্থিত অন্যান্য নেত্ববৃন্দও ১৫ আগষ্ট কথা স্মরণ করে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের বিদেহী আত্নার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর