৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

    পটুয়াখালী সংবাদদাতা : নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় শহরের পুরাতন বাজার মদন মোহন জিউর আখড়াবাড়ী থেকে এক বনাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে মঙ্গল প্রদিপ প্রজ্বলন, বেলুন ফেস্টুন উরিয়ে র‍্যালীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
    সকাল ১০ টায় মদন মোহন জিউর আখড়াবাড়ী মিলনায়তনে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
    জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম), আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,  সাধারণ সম্পাদক ভি.পি. আঃ মান্নান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহম্মেদ মৃধা প্রমুখ।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর