১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে যাত্রীবাহী বাস এবং তেলের ট্যাঙ্কারে সংঘর্ষে নিহত ২০ জন

    পাকিস্তানে যাত্রীবাহী বাস এবং তেলের ট্যাঙ্কারে সংঘর্ষে মারা গেছেন ২০ জন । আহত হন  আরও ছয়জন। মঙ্গলবার সকালে পাঞ্জাব প্রদেশের মুলতান-সুকুর মটরওয়েতে (এ-৫)  দুর্ঘটনাটি  ঘটে বলে জানায়  কর্মকর্তারা।

    মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াতো এক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান যাত্রীবাহী বাসটি লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল। পরে জালালপুর পিরওয়ালায় বাসটি পৌঁছলে  একটি তেল ট্যাঙ্কারের পেছন দিকে ধাক্কা লাগে। সংঘর্ষের পরেই বাস এবং ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২০ জন প্রাণ হারান।ঘটনাস্থলের বাস এবং ট্যাঙ্কারের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায় ।

    ডনের প্রতিবেদনে জানানো হয়, ওই ট্যাঙ্কারে কয়েক হাজার লিটার পেট্রল ছিল। যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

    মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আমজাদ চান্দিও জানান আহত চারজনকে হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের মর্গে ২০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে।

    এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ । তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ।

    এমআর এস ১৬-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর