চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় নিহত হয়েছে মিশু রানী পলি (১৯) নামের এক কলেজ ছাত্রী ।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরসরাই নিজামপুর কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ লরি, এর চালক ও হেলপারকে আটক করেছে।
মিরসরাই নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কহিনুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলেজ যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মিশু রানী পলিকে লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি, এর চালক ও হেলপারকে আটক করেছে।
নিহত পলি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের কন্যা।