১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    কুয়াকাটায় ওয়াটার লেভেল ঘেঁষা পাবলিক টয়লেটটি অপসারণ

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে ওয়াটার লেভেল ঘেঁষা পাবলিক টয়লেটটি ভেঙ্গে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে এটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে। পাবলিক টয়লেটের ট্যাংকসহ স্থাপনা সাগরের জোয়ারে ঢেউয়ের ঝাপটা লেগে ময়লা পানি সাগরের পানিতে মিশতো। পর্যটকরা জিরো পয়েন্টে সাগরে গোসলে নামলে এ টয়লেটের কারনে বিব্রতকর অবস্থায় পরতো। পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন জানান, পরিচ্ছন্ন সৈকতে পর্যটকরা যেন স্বস্তিতে উপভোগ্য সময় কাটাতে পারেন এ জন্য এমন জনমূখি উদ্যোগ নেয়া হয়েছে। কুয়াকাটার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, এক যুগেরও বেশি সময় আগে জনস্বার্থে এই পাবলিক টয়লেটটি করা হয়েছিল। তখন সাগরের ওয়াটার লেভেল অনেক দূরে ছিল। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, পর্যটকদের স্বার্থে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টির জন্য পাবলিক টয়লেটটি অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এটি অপসারণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর