শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি, তার স্ত্রী এবং দুইজন দেহরক্ষী নিয়ে মালে থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন।
বৃহস্পতিবার ১৪ জুলাই বার্তা সংস্থা এপি জানায় সিঙ্গাপুর হয়ে গোতাবায়া রাজাপাকসে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনায় আছেন।
এপি জানায়, দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গোতাবায়ার মালদ্বীপে পালিয়ে আসার পেছনে মূল আলোচকের ভূমিকা পালন করেন ।
মঙ্গলবার গভীর রাতে তিনি তার স্ত্রী এবং দুই দেহ রক্ষীকে সঙ্গে নিয়ে কলম্বো থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন। সেখান থেকে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি যাননি।
এদিকে দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্য দেশ ছাড়তে বাধ্য হন তিনি।
তবে গোতাবায়া রাজাপাকসে এখনও পদত্যাগ করেননি। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও কিন্তু বৃহস্পতিবার সকালেও তা জমা দেওয়া হয়নি। এদিকে, আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি তে স্বাধীনতার লাভের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থায় পড়ে। দেখা দেয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি । এমন পরিস্থিতিতে আন্দোলন শুরু হয় শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের সরকার পতনের জন্য। আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছালে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
কিন্তু আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন। গেল শনিবার আন্দোলনকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। আন্দোলনকারীদের কাছ থেকে বাঁচতে সে সময় গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট বাসভবন থেকে পালিয়ে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেন। সেখান থেকে মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার একটি সামরিক বিমানে পরিবার নিয়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি।
মাহফুজা ১৪-৭