চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নিহত হয়েছেন অটোরিকশার ৫ আরোহী । সোমবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ভাইয়ার দিঘীরপাড় নামক এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি। অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।’
তিনি বলেন, ‘নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’