রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মো. ইমরান হোসেন খান (৩৫) নামে এক অটোরিকশাচালক পিকআপভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল নাখালপাড়া ঢালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের জেলার ফরিদগঞ্জ থানার সাহেব বাজার গ্রামে। তার বাবার নাম মো. মফিজ খান। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় থাকতেন।