রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন মা-ছেলে ।
মঙ্গলবার (৫ জুলাই,২০২২) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ মা আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজলকে (২৬) উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আগুনে আম্বিয়া খাতুনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আর ছেলে কাজলের সামান্য দগ্ধ হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ আম্বিয়ার আরেক ছেলে নুর আলম বলেন, ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন তখন মা রান্না করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তার শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকারে করে উঠেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তার হাতেও দগ্ধ হয়।
নুর আলম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া এলাকায়। সপরিবারে মোহাম্মদপুর নবীনগর হাউজিং ২ নম্বর রোড ৪৭ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।