পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের চরপাড়াস্থ স্বনির্ভর রোড এলাকায় আকস্মিক ভাবে শক্তিশালী টর্নেডোতে মো. শাহীন হাওলাদার (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সোনিয়া আক্তার(১৭) গুরুতর আহত হয়। আজ রোববার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টিকালে শক্তিশালী এ টর্নেডো আঘাত হানে। ৫২ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোতে কয়েকটি ঘরের চালা কয়েকশ’ফুট উপরে উড়িয়ে নিয়ে যায় এবং তা আকাশে উড়তে থাকে কিছু সময় ধরে। কিছু বুঝে ওঠার আগেই এ সময় লাউকাঠি নদীতে গোসল করতে থাকা ব্যবসায়ী শাহীন হাওলাদারের গলায় টিনের আঘাতে গলা কেটে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। শাহীন চরপাড়া এলাকার মৃত মো. খবির হাওলাদারের ছেলে। সে পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। শাহীনের স্ত্রী, দুই মেয়েও এক ছেলে রয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ মো.মনিরুজ্জামান জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে বাবা ও মেয়ে দু’জন আহত হন। এদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত শাহীন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহতি করা হয়েছে।