নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো, মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষকসহ পাঁচ জনের। সকালে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেলোয়ার হোসেন, মকবুল, জান্নাতুল ও লেলিন স্কুল শিক্ষক ও সেলিম অটোরিকশা চালক। এদিকে, সিলেটে ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে টিচার্স ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন, পাঁচ শিক্ষক। সদর উপজলার বাবলাতলী এলাকায় পৌছলে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করেন। আশংকাজনক একজনকে পাঠানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহতদের মধ্যে চার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। অপরজন অটোরিকশা চালক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যোক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়েছে। নিহত হন, অটোরিকশার যাত্রী মা ও ছেলে।