২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আফগানিস্তানে ভূমিকম্পের আঘাতে নিহত ১০০০, আহত ১৫০০ জন

    আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার  ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০০  জনে । এতে আহত হয়েছেন ১৫০০ এর বেশিজন।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি বুধবার সকালে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। আলজাজিরা ও বিবিসি  খবরটি নিশ্চিত করেছে।

    ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত এক হাজার মানুষ মারা গেছেন । আহত হয়েছেন আরো ১৫০০ জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা  বলে জানান পাকতিকা প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিন হাজিফি ।

    বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাকতিকা প্রদেশে মাটির তৈরি বাড়িগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তুপে । প্রত্যন্ত অঞ্চলে, হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে  যাওয়া হচ্ছে।

    দুর্গম পাহাড়ি এলাকার গ্রামগুলোতে মৃতের সংখ্যা বাড়তে পারে ও সম্পূর্ণ তথ্য পেতে আরও সময় লাগবে বলে জানান  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি ।

    ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে  সেসময় ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।  কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারান অনেকে।

    ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার -ইএসএসসি জানায় ভূমকম্পটির প্রভাব পড়ে  আফগানিস্তান, পাকিস্তান  ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।  যার তীব্রতা অনুভূত হয় উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও ।

    মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে । পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর  তীব্রতা অনুভূত হয়।

    ভূমিকম্পপ্রবণ একটি দেশ আফগানিস্তান । জাতিসংঘের তথ্যমতে, গত ১০ বছরে দেশটিতে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতি বছর আফগানিস্তানে ভূমিকম্পে গড়ে ৫৬০ জন মারা যান ।

    মাহফুজা ২২

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর