২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আফগানিস্তানে ভূমিকম্পের আঘাতে নিহত ৯৫০ জন

    আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার  ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে। এতে আহত হয়েছেন ছয়শ এর বেশিজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি বুধবার সকালে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী মাওলাউ শরাফুদ্দিন মুসলিম বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে মারা গেছেন ৯৫০ জন  ও ৬০০ জন আহত হয়েছেন।  দুর্গম পাহাড়ি এলাকার গ্রামগুলোতে মৃতের সংখ্যা বাড়তে পারে ও সম্পূর্ণ তথ্য পেতে আরও সময় লাগবে বলে জানান  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি ।

    ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার -ইএসএসসি জানায়  ভূমকম্পটির প্রভাব পড়ে  আফগানিস্তান, পাকিস্তান  ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।  যার তীব্রতা অনুভূত হয় উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও ।

    মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে । পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর  তীব্রতা অনুভূত হয়।  ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে  সেসময় ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।  কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারান অনেকে।

    ভূমিকম্পপ্রবণ একটি দেশ আফগানিস্তান । জাতিসংঘের তথ্যমতে, গত ১০ বছরে দেশটিতে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতি বছর আফগানিস্তানে ভূমিকম্পে গড়ে ৫৬০ জন মারা যান ।

    মাহফুজা ২২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর