বরিশালের বাবুগঞ্জে মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. ইউনুস শেখ (৪৫) কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন।
নিহত ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনা বুধবার (২২ জুন) সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাথীন পাংশা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে ঘটে।
পুলিশের তথ্য থেকে জানা যায়, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন ইউনুস শেখ। বাবুগঞ্জের পাংশা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস শেখের মৃত্যু হয়।
এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ইউনুস শেখের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালাতক।