২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নোয়াখালীতে উদ্ধার করা হয়েছে এক কলেজছাত্রীর লাশ

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতুর (১৯) নামে এক কলেজছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি থেকে সোমবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

    কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  মঙ্গলবার (২১ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    রওশন আরা আক্তার মিতু উপজেলার বসুরহাট পৌরসভার আব্দুল হালিমের মেয়ে। মিতু উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজের শিক্ষার্থী। নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর