২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পারিবারিক কলহে স্ত্রী-সন্তানদের কুপিয়ে জখম, মৃত্যু একজনের

    পারিবারিক কলহের জেরে রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজেই নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন রশিদুল ইসলাম নামে এক যুবক।

    এ ঘটনায় বড় মেয়ে জিম (১১) ঘটনাস্থলেই নিহত হয়। স্ত্রী জেসমীন আক্তার ও অপর মেয়ে (৭) গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রোববার (১৯ জুন) রাত ৮টার দিকে পীরগাছা উপজেলার মোংলাকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

    পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    এলাকাবাসী জানায়, স্ত্রী জেসমীন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল রশিদুল ইসলামের। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে জিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হয় স্ত্রী জেসমীন আক্তার ও ছোট মেয়ে। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর