২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পানিতে ডুবে ঘাটাইলে ২ ভাইয়ের মৃত্যু

    পানিতে ডুবে  টাঙ্গাইলের ঘাটাইলে দুই ভায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সন্ধ্যানপুর ইউনিয়নের গারো চালাগ্রামের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার ।

    নিহতরা হলেন, ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে শাহজাহান আলী (৬০) ও নূরুল ইসলাম (৫৭)। তারা বিয়েও করেছিলেন আপন দুই বোনকে।

    স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, সকালের খাবার খেয়ে তারা দুই ভাই জমির আইল ছাঁটতে যান। দুপুর হলেও তারা বাড়ি আসেননি। দুপুর থেকে খোঁজ করা হয়। একপর্যায় বিকেল ৪টার দিকে বাড়ির পাশের ছোট্ট ডোবায় শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তার স্ত্রী জায়েদা বেগম (৫০)। পরে নূরুল ইসলামেরও মরদেহ উদ্ধার করা হয় ওই ডোবা থেকেই। পরিবারের সদস্যরা জানান, দুই ভাইয়ের মধ্যে কেউ সাঁতার জানতেন না।

    সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর