খুলনার রূপসায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে জান্নাতুল (১০) নামে এক শিশুর ।
এ দুর্ঘটনা ঘটে সোমবার (১৩ জুন) দিনগত রাত ৮টার দিকে উপজেলার রহিমনগর গ্রামের মাইজার খেয়াঘাট সংলগ্ন সড়কে । জান্নাতুল রহিমনগর গ্রামের রুবেল ফকিরের মেয়ে। সে গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। জান্নাতুলের চাচা ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, জান্নাতুলের এক বোন, দাদি, ফুপু ও এক চাচতো ভাইসহ সন্ধ্যার পর ভ্যানযোগে রহিমনগর থেকে রূপসা বাগমারায় যাচ্ছিল। পথে মাইজার খেয়াঘাটের সন্নিকটে এলে আকস্মিকভাবে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে জান্নাতুলের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।