২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দুই অটোর সংঘর্ষে মৃত্যু এক নারীর

    পটুয়াখালীতে দুই অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে পারুল বেগম (৬০) নামের এক নারীর । আবুল কালাম (৩৭) ও কামরুন নাহার (৩৫) নামের অপর দুই যাত্রী এ ঘটনায় আহত হয়েছে ।

    রবিবার (১২ জুন) দুপুরে বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পারুল কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার হানিফ ফকিরের স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুমকী থেকে একটি অটো পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। সেটি বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোর তিন যাত্রী গুরতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর