আগামী ২৫ জুন উদ্ধোধন করা হহে স্বপ্নের পদ্মা সেতু। আরবাকি মাত্র ২২ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্ধোধন করবেন। এ উপলক্ষে সেতুর পাশাপাশি সাজানো হবে দুপার। নদীতে থাকবে সুসজ্জিত নৌকা। জনসভার মঞ্চ এমনভাবে করা হবে যেন সেখান থেকে নদী ও পদ্মা সেতু দেখা যায়। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ীতে ১০ লক্ষাধিক লোকের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। জনসভার পর ফানুস ওড়ানো থেকে শুরু করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ক্ষমতাসীনদের প্রত্যাশা-শুধু পদ্মা সেতুর দুই পারের মানুষই নয়, উদ্বোধনের দিন সারা দেশের মানুষ এই উৎসবে অংশ নেবে। কেউ সমাবেশস্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবে মেতে উঠবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আনন্দ মিছিল, শোভাযাত্রা, আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উৎসব করা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করবে।
মাহফুজা/০১