রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এর মধ্যে শাহিন (২০) নামে এক যুবকের নাম জানা গেছে। অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ রাইজিংবিডিকে এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, হাতিরঝিল ব্রিজ থেকে নামার সময় মোটরসাইকেলটির অতিরিক্ত গতি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রোড ডিভাইডারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।