১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

     পুকুরে ডুবে  ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

    পলাশ জামালপুরের মাদারগঞ্জ থানার সদরাবাড়ি গ্রামের মো. আতাউর রহমানের সন্তান ছেলে পলাশ।ঢাকা  বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে ।

    আজ রোববার ২৯ মে দুপুরে বন্ধুদের সঙ্গে অনেক দিনের চেনা হলের পুকুরে  গোসল করতে নামেন। এসময় পলাশ হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

    নিহতের বন্ধু সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করছিলাম। হঠাৎ করে পলাশ তলিয়ে যায়। প্রায় ২৫ মিনিট পর তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগেই তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।

    ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    জানা গেছে, পলাশের মরদেহ বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতাল থেকে ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি জামালপুরে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর