হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে থামানো সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশায় দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন আরশ আলী (৩০) ও নুরেয়া বেগম (৩৫)। তারা রুকনপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার রূকনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা রুকনপুরের ভেতরের সড়ক থেকে মহাসড়কে উঠে যাত্রী নামাচ্ছিল। দুইজন যাত্রী নামার পর ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আরশ আলী ও নুরেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে জব্দ করেছে।