৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জয়পুরহাটে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

    জয়পুরহাটে জয় হোসেন (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ট্রাকচাপায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন।

    জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের বোর্ড ঘর এলাকায়  সোমবার (১৬ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

    জয়ের বাড়ি ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামে। তার বাবার নাম আতোয়ার হোসেন। তিনি ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আহত তাহমিদ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

    ওসি জানান, দুই বন্ধু জয়পুরহাট শহরে একটি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বোর্ড ঘর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়  মারা যান। আহত হন তার বন্ধু। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর