ভোলা প্রতিনিধি : ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি কলমীলতা ও কৃষানী বিকল থাকায় দুই পাড়ে দীর্ঘ ট্রাকের জট তৈরী হয়েছে। লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট ঘাটে প্রায় দেড় কিলোমিটার সড়কে মালবাহি ট্রাক ৩ দিন ধরে অপেক্ষমান রয়েছে। একই অবস্থা ভোলার ইলিশা সড়কে। ফেরির ম্যানেজার পারভেজ খান জানান, ফেরি কলমী লতার ইঞ্জিনের ব্লক ফেটে গেছে। এটি নারায়নগঞ্জ ডকইয়াডে পাঠানো হয়েছে। অপর দিকে ফেরি কিষানী ইঞ্জিনেও সমস্যা হয়েছে। ভোলা ঘাটে কৃষি পন্য নষ্ট হচ্ছে বলে কৃষক ও ব্যবয়ীরা জানান।
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি