২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিরাজগঞ্জে সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদ রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

    শনিবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার দ্বারিয়াপুর বাজারে এই অভিযান চালানো হয়।  ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভুতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার এন্ড ব্রাদার্স নামক একটি দোকানে ২৮শ লিটার খোলা ও দুইশ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়মবহির্ভুতভাবে মজুদ রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের আরো তিনটি দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেয়া ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর