১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইকুয়েডরের কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ, কমপক্ষে ৪৩ বন্দি নিহত

    ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে নিহত হয়েছেন ৪৩ জন বন্দি ।  এ সময় কারাগার থেকে অন্তত ১০০ বন্দি পালিয়ে গেছেন।

    মঙ্গলবার (১০ মে) দক্ষিণ আমেরিকার দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এতথ্য জানিয়েছে।

    দেশটির কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ মে) সান্তো ডোমিঙ্গো দে লস কলোরাডোসের বেলাভিস্তা কারাগার লস লোবস এবং আর ৭ গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়।

    এক টুইট বার্তায় প্রসিকিউটরের কার্যালয় জানায়, এখন পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন।

    পুলিশ প্রধান ফাউস্টো স্যালিনাস জানান, ঘটনার সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে আটক করা হয়েছে। এখনো ১০৮ জন নিখোঁজ রয়েছে।

    এর আগে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  এদের মধ্যে  কয়েকজনের অবস্থা গুরুতর।  আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বাড়বে।

    বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পরপরই বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে জমায়েত হতে শুরু করেন।  তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

     

    সূত্র: আল-জাজিরা, ফ্রান্স ২৪

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর