রাগিব আলী (২২) নামে এক পুলিশ সদস্য মৌলভীবাজারে শেরপুরে বাসচাপায় নিহত হয়েছেন। এতে আরো আহত হয়েছেন দুই জন।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে রোববার (৮ মে) ভোররাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে আসা একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। কালাম ও আনিস নামে দুই কনস্টেবল আহত হন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।