মহিবুল্লাহ বড় বোনের বাড়ি যাওয়ার জন্য ঈদ উপলক্ষে ফল কিনেছিলেন । কিন্তু ফল নিয়ে বোনের সঙ্গে আর দেখা হলো না মহিবুল্লাহ । পথিমধ্যে মাইক্রোবাস চাপায় তার মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন মহিবুল্লাহর ছোট বোনের জামাই সজিব (২৫)।
মঙ্গলবার (৩ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মহিবুল্লাহ কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ ও মহিবুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে বড় বোনের বাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওয়ানা দেয় মহিবুল্লাহ ও সজিব। পথিমধ্যে একটি মাইক্রোবাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।