২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বরিশালের হাজারও মানুষ ঈদ করছে সৌদির সঙ্গে মিল রেখে  

    বরিশাল সিটিসহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছে। সোমবার (২ মে) সকাল ৯টায় জেলার প্রায়  অর্ধশত মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত ।

    জানা যায়, আজ যারা ঈদ উদযাপন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ ধর্মীয় যাবতীয় নিয়ম কানুন পালন করে থাকেন।

    ব‌রিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু বলেন, ‘এই ওয়ার্ডে আগাম ঈদ উদযাপন করছে প্রায় ১ হাজার পরিবার।’

    বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ির জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন বলেন, ‘ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার ঈদ উদযাপন করছে।’

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর