২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

     ‘বন্দুকযুদ্ধে’ সিংগাইরে ডাকাত নিহত

    মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছেন ডাকাত দলের এক সদস্য । র‌্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন ।

    বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন।

    আ ন ম ইমরান খান বলেন, রাতে ডাকাতরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি করে। এরপর তাদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলিবিনিময় হয়। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন।  তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

    ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর