১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সন্দ্বীপে স্পিডবোট ডুবি: উদ্ধার ১৮, এখনো ৩ শিশু নিখোঁজ

    বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন জানিয়েছে সন্ধীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন শিশু নিখোঁজ রয়েছে  এছাড়া এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    এর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

    সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘাটে এসেছি। স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশু নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি। তবে আশার খবর হলো দুর্ঘটনার পরপরই অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। স্পিডবোটের অধিকাংশ যাত্রী উদ্ধার হয়েছে। তবে তিন শিশু নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

    প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় এবং সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে সন্দ্বীপে নৌ-রুটের গুপ্তছড়া ঘাটে ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়।  এই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর