১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বরিশালে সংঘর্ষে নিহত যুবক

    রনি মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা সংঘর্ষে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত দুইজনকে ভর্তি করা হয়েছে।

    তবে নিহত রনির স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মামুন মেম্বারের লোকজন কুপিয়ে রনিকে হত্যা করেছে।

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরায় মামুন মেম্বার ও রনি মোল্লা গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এক গ্রæপ অপর গ্রæপকে কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হন তিন জন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে রনি মোল্লা বুধবার (২০ এপ্রিল) ভোরে মারা যান। ওই ঘটনায় আহত শহিদুল ইসলাম সোহেল ও তরিকুল ইসলাম তৌকিরের চিকিৎসা চলছে।

    ওসি আরো জানান, ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজও শুরু হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর