মুন্সীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার সময় জাল কারখানার মালিক ও আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা করেছেন । সাত পুলিশ সদস্য এ আহত সময় হন। পরে পুলিশ ৬ জনকে আটক করে ।
রোববার (১৭ এপ্রিল) রাত ১২ টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাজিব খান।
রাজিব খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করতে পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান মেম্বারের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মালিক ইমরান মেম্বার ও তার ভাই সম্রাট মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ডাকাত বলে লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের ৭ সদস্য আহত হন। পরে পুলিশ সদস্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১১ রাউন্ড গুলি ছোড়ে।
তিনি আরো জানান, হামলার ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।