সোমবার (১১ এপ্রিল) দুপর দেড়টার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পূর্বপারের স্টেশনের যাচ্ছিল। এ সময় শিশুসহ ৩ জন ওই ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে এবং একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।