২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টস হেরে  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

    দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে   বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে  দক্ষিণ আফ্রিকা।একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মুমিনুল হকের দল। প্রায় এক বছর পর টেস্টে ফিরেছেন তামিম ইকবাল। সাদমান ইসলামের জায়গায় খেলছেন তিনি। এ ছাড়া চোটের কারণে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তাইজুল । বাংলাদেশ আজ নেমেছে বাড়তি স্পিনার নিয়ে।অর্থাৎ এবার একাদশে দুজন স্পেশালিস্ট স্পিনার (মিরাজ ও তাইজুল) নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের জায়গায় এই টেস্টে থাকছেন দুজন-এবাদত হোসেন আর খালেদ আহমেদ।

    অন্যদিকে প্রোটিয়া একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম টেস্টজয়ী দলের ওপরই ভরসা রেখেছে স্বাগতিক টিম ম্যানেজম্যান্ট।

    বাংলাদেশ একাদশ

    তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম।

    দক্ষিণ আফ্রিকা একাদশ

    ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডোয়াইন অলিভার।

    প্রথম টেস্টে হারলেও এ ম্যাচে জয়ের মধ্যদিয়ে সিরিজ সমতায় ফিরতে চায়  মুমিনুল বাহিনী।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর