২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টেস্ট জয়ের যুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

    টাইগাররা এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  প্রতশ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ গ্রহন করেছে। এখন অপেক্ষা টেস্ট সিরিজ। আর আজ  সে জয়ের যুদ্ধ মাঠে নামবে বাংলাদেশ।  বাংলাদেশ সময় দুপুর দুইটায় ডারবানে শুরু হবে প্রথম টেস্ট।

    ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ দলকে দিয়েছে আত্মবিশ্বাস। তার আগে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের স্মৃতিও তরতাজা। দুটি বড় সাফল্য বাংলাদেশকে যোগাচ্ছে জয় চাওয়ার সাহস।তাইতো টেস্ট অধিনায়ক মুমিনুল হক দলের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন সরাসরি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো আগানো। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

    স্বাগতিক সাউথ আফ্রিকার বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটার আইপিএল খেলতে চলে গেছেন। অনেকটাই শক্তি হারিয়ে তারা। এ ব্যাপারে মুমিনুল বলেন, ‘অভিজ্ঞতায় একটু হয়ত এগিয়ে থাকব। কিন্তু সুবিধা ওরাও পাবে। যেমন ওরা ঘরের মাঠে খেলছে। তো দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে। কিন্তু বড় জিনিস হলো ৫ দিন ১৫ টা সেশন ভালো খেলা। ভালো জায়গায় বল করা, ভালো ব্যাটিং করা। চাপের জিনিসগুলো ভালোভাবে মানিয়ে নেয়া, জেতা গুরুত্বপূর্ণ।’

    ‘আপনি যখন একটু পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এরমধ্যে যখন আগের সিরিজ যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যেই ভুল বা পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় কাজ করতে হবে। তো সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে কিন্তু ওভারঅল নতুন করে শুরু করতে হবে’-বলেন মুমিনুল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর