২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    টাঙ্গাইলে তিন ট্রাকের সংঘর্ষে, ১  জন নিহত

    রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

    বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে কালিহাতীর জোকারচর এলাকায় দুটি বালুবাহী ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

    পুলিশ আরো জানায়, ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তারা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর