২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    লক্ষ্মীপুরে মধ্যরাতে আ.লীগের চেয়ার ছোড়াছুড়ি

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  বুধবার  রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহবান করে নেতারা। সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার বলেন, সম্মেলনে টুকটাক কিছু রাগারাগি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর