তিন স্কুল শিক্ষার্থী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে কাটা পড়ে নিহত হয়েছে। নিহতদের সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা স্মভব হয়নি।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন খন্দকার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিজয়পুর রেলক্রসিংয়ে তিন স্কুল শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।