২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    এবার শীতকালীন প্যারা অলিম্পিক থেকেও বাদ দেয়া হয়েছে রাশিয়াকে

    এবার শীতকালীন প্যারা অলিম্পিক থেকেও বাদ দেয়া হয়েছে রাশিয়াকে। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে বসতে চলেছে শীতকালীন প্যারালিম্পিকের আসর। এর আগে, বৃহস্পতিবার প্যারালিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং বেলারুশকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার। দেশ হিসেবে না হলেও নিরপেক্ষভাবে প্যারা অলিম্পিকে অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা। নিজেদের দেশের পতাকা ব্যবহার করতে পারবেন না তারা। তাদের দেশের জাতীয় সংগীতও ব্যবহার করা যাবে না।  ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের জবাবে একের পর এক নিষেধাজ্ঞা নেমে আসছে দেশটির ক্রীড়াঙ্গনের ওপর।  এর আগেও ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্থানান্তরিত হয়েছে রাশিয়া থেকে। কোনও রাশিয়ান দলকে উয়েফা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে না।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর