২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

     টি-টোয়েন্টিতেও জয় দিয়ে মিশন শুরু টাইগারদের

    আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টিতে- ৬১ রানে জয় পেয়েছে বাংলাদেশ । এ জয়ের মধ্য দিয়ে ১-০ এগিয়ে গেলো মাহমুদউল্লাহ বাহিনী। মিরপুর শেরে বাংলা  ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া একশত ৫৬ রানের টার্গটে ব্যাট করতে নেমে ৯৪ রানে অল আউট হয় আফগানিস্তান।

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ের পর, টি-টোয়েন্টি মিশনও জয় শুরু করলো টাইগাররা। জয়ের নায়ক বল হাতে নাসুম আহমেদ আর ব্যাট হাতে  লিটন দাস।

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি টাইগারদের। দলীয় দশ রানে ফেরেন নাঈম। অভিষিক্ত মুনিম শাহরিয়ার চার রান দিয়ে খাতা খোলেন।চতুর্থ ওভারে মুজিব উর রহমানকে টানা দুই চারে যেন ঝড়ের আভাসই দিয়েছিলেন মুনিম। কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে হার মানতে হয় রশিদ খানের কাছে।

    লিটন- সাকিব দলের হাল ধরতে চাইলেন । কিন্তু পারলেন না। সুইপ করতে গিয়ে ধরা পড়লেন সাকিব। মাহমুদউল্লাহ ফেরলেন দলীয় ৮০ রানে।

    এক পাশ আগলে ছিলেন লিটন দাস। টি- টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতকও করলেন। দলীয় ১২৬ রানে সাজঘরে ফেরেন লিটন।

    লিটন ফেরার পরই একই পথে হাটলেন আফিফ। এরপর আর কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। ইয়াসির আলি আট ও মিরাজ পাঁচ রানে  রান আউট হন। শেষ পর্যন্ত  আট উইকেটে  ১৫৫ রান করে স্বাগতিকরা।

    জবাবে ব্যাট  করতে নেমে নাসুম আহমেদের বোলিং তান্ডবে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান।  দলীয় আট রানে  তিন জনকে সাজঘরে পাঠান নাসুম।

    নাজিবউল্লাহ জাদরান রানের গতি বাড়াতে চাইলেও  পারলেন না।  ব্যাক্তিগত ২৭ রানে সাকিব ফেরান জাদরানকে। এ  উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশের বোলার হিসেবে সাদা বলের দুই ফরমেট মিলিয়ে ৪০০ উইকেটের  মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব ।

    জয়ের জন্য যা বাকি ছিলো তা করলেন  শরীফুল ইসলাম। টাইগার বোলারদের তান্ডবে ১৭ ওভার চার বলে ৯৪ রানে অল আউট হয় সফরকারীরা।

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর